মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে সরকার আন্তরিক।চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা গভর্নিং বডির সম্মানিত সদস্য,চট্টগ্রাম ওমরগণি এম ই এস কলেজের উপাধ্যক্ষ, মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী ‘আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ’ আয়োজিত মিলন মেলায় বিশেষ অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন।মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে রেজাউল করিম সিদ্দিকী বলেন, সরকার প্রদত্ত বিভিন্ন প্রশিক্ষণ ও IT Instrument কাজে লাগিয়ে মাদ্রাসার ছাত্র-শিক্ষককে অনলাইন ভিত্তিক শ্রেণি কার্যক্রমে যথেষ্ট দক্ষতা অর্জন করতে হবে।উপাধ্যক্ষ সিদ্দিকী বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে সর্বপ্রথম যে বিষয়টি প্রয়োজন, সেটি হলো শিক্ষকের পাঠদান প্রস্তুতি।রেজাউল করিম সিদ্দিকী বলেন, মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ সুগঠিত হয়ে সকল স্তরের শিক্ষার্থী -শিক্ষক, এলাকাবাসী ও সুশীল সমাজকে সম্পৃক্ত করে যে বৃহত্তর পরিসর গড়ে তুললেন – তা নজিরবিহীন।তিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট দানবীর আলহাজ্ব রফিক আহমদ চৌধুরী’র অবদানের কথা স্মরণ করে বলেন, এ প্রতিষ্ঠান ‘আহলুল্লাহ’ ও ‘আহলুর-রিজাল’ তৈরির সূতিকাগার। জ্ঞান – প্রজ্ঞায় সমৃদ্ধি অর্জন করে এ ধরনের সুনাগরিকরা দেশ ও জাতি গঠনে অবদান রাখতে পারে।