চকরিয়ায় গর্জন গাছ বোঝাই গাড়ি ধাওয়া করে ৭ টুকরা গর্জন গাছসহ গাড়িটি জব্দ এবং ১জনকে আটক করেছে বনবিভাগ। জানা যায়, ৫ ফেব্রুয়ারী (রবিবার) ভোর আনুমানিক সাড়ে ছয়টার দিকে ফাঁসিয়াখালী রেঞ্জের অধীনে নলবিলা বনবিটের বিট কর্মকর্তা অবনি কুমার রায়ের নেতৃত্বে সঙ্গীয় বনকর্মীসহ ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ১নং ওয়ার্ডের সোয়াজানিয়া এলাকায় গর্জনগাছ বোঝাইকালে গাছগুলো বনবিভাগের বলে চ্যালেঞ্জ করলে পাচারকারীরা গাছ বোঝাইকৃত গাড়ি নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক দিয়ে চকরিয়া অভিমুখে পালানোর চেষ্টা করেন। পরে বনবিভাগের টহল টিম গাড়িটি ধাওয়া করে চকরিয়া-মহেশখালীর কেবি জালাল উদ্দিন সড়কের রামপুর এলাকা থেকে আটক করেন। এসময় ৭টুকরা গর্জন গাছ ও গাড়ি জব্দসহ ১ জনকে আটক করে নলবিলা বনবিট অফিসে নিয়ে যাওয়া হয়। জব্দকৃত গাছগুলো ডুলাহাজারা বনবিটের বিএস দাগ নং ৭০২ এর ৫৯নং ডুলাহাজারা মৌজার সংরক্ষিত বনের প্রাকৃতিক গর্জন বাগানের বলে জানা গেছে। এদিকে, আটককৃত গাছ পাচারকারী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম পুকপুকুরিয়া এলাকার জাকের আহমেদের ছেলে মোহাম্মদ এনামুল হক বলে জানা গেছে। গাছসহ জব্দকৃত গাড়ির নাম্বার, নোয়াখালী ড-১১-০৩৬৮। এবিষয়ে জানতে চাইলে নলবিলা বিট কর্মকর্তা অবনি কুমার রায় বলেন, ৫ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৬টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিংভং (সোয়াজানিয়া) এলাকা থেকে গর্জন গাছবোঝাই একটি ট্রাক গাড়িকে ধাওয়া করে ৭ টুকরা গর্জন গাছসহ গাড়িটি জব্দ এবং একজন গাছ পাচারকারীকে আটক করে নলবিলা বনবিটে নিয়ে আসা হয়। পরে আটকৃত গাছ পাচারকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।