স্বপ্নকথা ফাউন্ডেশনের উদ্যোগে ৪ নভেম্বর ২০২২ বিকেল ৩টায় ‘সিটি স্কুল এন্ড মাদ্রাসা’র মাঠ-প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেলো ‘দ্বীনের আলোয় জ্ঞান অন্বেষণ ও মানবিক সেবা’ অনুষ্ঠান।অনুষ্ঠানে সিটি মাদ্রাসা ও জমিরুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার ও খাতা- কলম বিতরণ করা হয়।কবি- সম্পাদক- প্রকাশক ও স্বপ্নকথা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় চেয়ারম্যান ‘রোকসানা সুখী’র সভাপতিত্বে উদ্বোধনী ঘোষণা করেন ‘আবুল হাসানাত আজাদ’ জনতা ব্যাংক ডিজিএম ও কার্যকরী উপদেষ্টা স্বপ্নকথা। প্রধান অতিথি ছিলেন মোঃ আবদুল জলিল- বিশিষ্ট ভাষা প্রশিক্ষক, সমাজসেবক ও কার্যকরী উপদেষ্টা স্বপ্নকথা। প্রধান আলোচনা ‘প্রভাষক মোহাম্মদ আনোয়ার হোসেন’ নাঙ্গলকোট হাসান মোমোরিয়াল ডিগ্রী কলেজ ও শিক্ষা উপদেষ্টা স্বপ্নকথা। আমন্ত্রিত অতিথি ‘মোঃ জসিম উদ্দিন’ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল।বিশেষ অতিথিঃ রবিউল বাশার খান, সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা, মোঃ আব্বাস উদ্দীন বিশিষ্ট ব্যবসায়ী ও সহ- সভাপতি স্বপ্নকথা কুমিল্লা জেলা। মোঃ গিয়াস উদ্দীন বিশিষ্ট ব্যবসায়ী ও সহ-সভাপতি কুমিল্লা জেলা। দামান উদ্দিন দামাল সম্পাদসমতটের কাগজ। স্বাগত বক্তব্য রাখেন জহিরুল ইসলাম চৌধূরী’ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ‘সিটি স্কুল এন্ড মাদ্রাসা।প্রধান অতিথির বক্তব্য ও খাতা- কলম বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।