চকরিয়াSunday , 16 October 2022
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে ৭ কোটির বেশি মানুষ এখন দারিদ্র্যের কবলে

admin2
October 16, 2022 7:01 pm
Link Copied!

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে সাত কোটি ১০ লাখের বেশি মানুষ দারিদ্র্যের কবলে পড়েছে। রোববার (১৬ অক্টোবর) ইউএনডিপি এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে হামলার পর থেকেই খাদ্য ও জ্বালানির দাম বেড়ে গেছে। এতে বিশ্বজুড়ে দরিদ্রের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।রাশিয়া ইউক্রেন যুদ্ধের ওপর ইউএনডিপির প্রতিবেদন অনুযায়ী, দেশ দুইটির মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম তিন মাসে পাঁচ কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যায়। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।তাছাড়া যুদ্ধ শুরু হওয়ার পর নিম্নমধ্যম আয়ের দেশগুলোতে দুই কোটি মানুষের দৈনিক আয় তিন দশমিক ২০ ডলারের নিচে নেমে গেছে।এদিকে করোনা মহামারির কারণে গত বছর ১৬ কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যায়। এসময় দৈনিক দুই দশমিক ১৫ ডলার আয় করা মানুষের সংখ্যা বাড়ে আট দশমিক এক শতাংশ।দেশে দেশে যে উচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে তাতে বেশি ক্ষতিগ্রস্ত হবে দরিদ্ররা। মনে করা হচ্ছে, নিম্ন আয়ের দেশগুলোতে মানুষ দৈনিক আয়ের দুই-তৃীতাংশ ব্যয় করবে খাদ্য চাহিদা মেটাতে। উন্নতদেশগুলোতে এই হার দাঁড়াতে পারে এক-চতুর্থাংশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।