দুর্গাপূজা উপলক্ষ্যে দ্বৈতকণ্ঠের মৌলিক গান ‘রাইকিশোর‘ নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ। আগামী ৩০ সেপ্টেম্বর সমরজিৎ রায়ের ফেসবুক পেইজে গানটি প্রকাশ করা হবে।গানটির কথা লিখেছেন নবারুণ বিশ্বাস। সুর, সঙ্গীতায়োজন ও সঙ্গীত পরিচালনা করেছেন সমরজিৎ রায়। এছাড়া বিনোদ রায়ের স্টুডিওতে রেকর্ড হওয়া এই গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন গৌতম বসু, প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, ভিডিও দৃশ্য ধারণে ছিলেন শেখ সাদী। ভিডিও নির্দেশনায় পিজিত এবং সম্পাদনা করেছেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ।‘রাইকিশোরী’ প্রসঙ্গে সমরজিৎ রায় বলেন, ‘প্রিয়াংকা গোপ এবং আমার দ্বৈত কণ্ঠের গানগুলো শ্রোতারা সবসময় খুব পছন্দ করেন এবং অনেক ভক্তরাই প্রায় সময় আমার কাছে জানতে চান, কবে আবার আমাদের নতুন গান আসবে। প্রতিবারই চেষ্টা করেছি আগের গানের মানের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে নতুন গান তৈরি করতে। যেহেতু আমাদের কণ্ঠে রাগাশ্রয়ী গানগুলোই শ্রোতারা বেশি পছন্দ করেন, তাই ‘রাইকিশোরী’ গানটির সুর এবং সঙ্গীতায়োজনেও সেটা বজায় রাখতে চেষ্টা করেছি। সবার ভালো লাগলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। সবাইকে দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই।’প্রিয়াংকা গোপ বলেন, ‘এটি চমৎকার একটি সফ্ট মেলোডিক রোমান্টিক গান। আমাদের শ্রোতারা যেমন এক্সক্লুসিভ গান আমাদের কাছে প্রত্যাশা করেন, তেমনই একটা মিষ্টি-সেমিক্লাসিক ঘরানার গান রাইকিশোরী।’