চকরিয়ায় স্বল্প মূল্যের বাজার ও সাশ্রয়ী মূল্যের পণ্য বিক্রয় কর্মসূচি -২৪ ইং শুভ উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ফখরুল ইসলাম, সহকারী কমিশনার( ভূমি) মোহাম্মদ এরফান উদ্দিন।বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় উপজেলা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে চকরিয়া পৌরসভা এলাকায় থানা সেন্টার এ বাজার উদ্বোধন করা হয়।মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, এ ন্যায্য মূল্যের বাজারটা মূলত কৃষকের। কৃষক সরাসরি তার উৎপাদিত পণ্য (সবজি) এ বাজারে নিয়ে আসছে এবং ক্রেতারাও সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য ( মাছ, ডিম , সবজি) ক্রয় করতে পারছে। এখানে কোন তৃতীয় ব্যক্তি নেই। তাই কৃষকও ন্যায্য মূল্য পাচ্ছে, ক্রেতারাও সঠিক দামে ক্রয় করতে পাচ্ছে।নিত্যপণ্যের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা পর্যায়ে ন্যায্য মূল্যের কৃষকের বাজার এই কার্যক্রম চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বসানোর পরিকল্পনা রয়েছে।বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য এ বাজারে পাওয়া যায়, কইড়া ৩০ টাকা, ঝিংগা ৫০ টাকা, কাকরলা ৮৫ টাকা, ডিম ডজন ১৪২ টাকা, শিম ৪০ টাকা।