চকরিয়াSaturday , 1 June 2024
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার ট্রেন বন্ধ নিয়ে বললেন মন্ত্রী

Link Copied!

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করা ‘কক্সবাজার স্পেশাল’ ট্রেন বন্ধ করা নিয়ে রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, লোকোমোটিভ মাস্টার সংকটের কারণে ট্রেন চালাতে কিছুটা সমস্যা হচ্ছে। কিন্তু ট্রেন বন্ধ করে আমরা বাস মালিকদের সুবিধা দেব, এটাতো বিকৃত মানসিকতার পরিচয়।শনিবার (১ জুন) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করা ‘কক্সবাজার স্পেশাল’ ট্রেনটি গত ৩০ মে থেকে বন্ধ করে দেয় বাংলাদেশ রেলওয়ে। এরপর গণমাধ্যমে বিবৃতি দিয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি অভিযোগ করে, বাস মালিকদের ‘প্রেসক্রিপশনে’ ট্রেনটি বন্ধ করে দেয়া হয়েছে। এই অভিযোগের কঠোর বিরোধিতা করলেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম।মন্ত্রী বলেন, ‘আমাদের সম্পদ সীমিত। আমরা চেষ্টা করছি সবগুলো ব্যবস্থাই চালু রাখার জন্য। মাঝে মাঝে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনগুলো ডিসঅর্ডার হয়ে যায়। এ কারণে মাঝে মাঝে দু’একটি ট্রেন বন্ধ করি। এছাড়া লোকোমোটিভ মাস্টার সংকটের কারণে ট্রেন চালাতে কিছুটা সমস্যা হচ্ছে। কিন্তু ট্রেন বন্ধ করে আমরা বাস মালিকদের সুবিধা দেব, এটাতো বিকৃত মানসিকতার পরিচয়।তিনি বলেন, আমরা কোনো অবস্থাতেই কাউকে সুবিধা দেয়ার জন্য ট্রেন বন্ধ করব না। রেলকে ব্যবহার করে কেউ লাভবান হবে এই সুবিধা আমরা দিতে রাজি না। প্রধানমন্ত্রী রেলকে গুরুত্ব দিয়েছেন। রেল সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য নতুন নতুন রেল লাইন সম্প্রসারিত হচ্ছে। এরইমধ্যে ভারত থেকে ২০০ বগি আনার জন্য আমরা চুক্তি করেছি। খুব তাড়াতাড়ি এই বগিগুলো আসবে।জিল্লুল হাকিম বলেন, দক্ষিণ কোরিয়া থেকে আমাদের আরও ২৬০টি বগি আসবে। এটিও খুব তাড়াতাড়ি চুক্তি হবে। এছাড়া আমরা বিভিন্ন সোর্স থেকে ইঞ্জিন ও বগি আনার চেষ্টা করছি। আমরা রেলের কন্টেইনার সেবাকে সম্প্রসারিত করার ব্যবস্থা নিয়েছি। গাজীপুরের ধীরাশ্রমে ডিপো হওয়ার পর কন্টেইনার সার্ভিস বাড়াবো। প্রধানমন্ত্রীর সহযোগিতায় সবদিক দিয়েই আমরা রেলকে এগিয়ে নেয়ার চেষ্টা করছি। আজকে খুলনা-মোংলা রুটে একটি ট্রেন চালু হল। এর মধ্য দিয়ে আমাদের রেলের উন্নয়নে আরেকটি মাইলফলক যুক্ত হয়েছে। এই সার্ভিসটাকে আরও বড় করা হবে। যাদের সফলতা ভালো লাগে না, যারা উন্নয়ন চোখে দেখে না তারাই সমালোচনা করে। এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা নেই।রেলমন্ত্রী বলেন, সবার সহযোগিতায় গত ঈদের মতো এবারও নির্বিঘ্নে মানুষকে বাড়ি পৌঁছে দিতে পারবো। গত ঈদে মানুষ যেমন বাহবা দিয়েছে এবারো বাহবা ধরে রাখতে পারবো। বরাবরের মতো এই ঈদেও রেলের সব ধরনের ব্যবস্থা থাকবে। ঈদের আগে তিন দিন থাকবে কোরবানি পশু বহনের বিশেষ ক্যাটল ট্রেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।