চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গত ২৪ ঘন্টায় নরমাল ডেলিভারির মাধ্যমে ১২ নবজাতকের জন্ম হয়েছে। যার মধ্যে ৭ জন মেয়ে এবং ৫ জন ছেলে। ডেলিভারির পর মা ও নবজাতক সুস্থ আছে।২৪ ঘন্টায় ১২টি নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন করায় গাইনী কনসালটেন্ট, কর্তব্যরত মেডিকেল অফিসার, নার্স, মিডওয়াইফসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা।তিনি পাশাপাশি ইউএইচএন্ডএফপিও সেই সকল প্রসূতি মায়েদের অভিভাবকদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন যারা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন। হাটহাজারী তথা অত্র অঞ্চলের জনসাধারণের স্বাস্থ্য সেবায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বার সবসময় উন্মুক্ত। স্বাস্থ্যসেবা ও সকল প্রকার প্রসূতি সেবা প্রদানে টিম হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বদ্ধপরিকর।প্রসঙ্গত, গত মাসেও ১২০ জন ডেলিভারি হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে। এছাড়া গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সিজারিয়ান সেকশানও নিয়মিতভাবে সম্পন্ন হচ্ছে।