বালতির পানিতে ডুবে মেহেরান কবির নামের ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের চাকমারকাটা গ্রামে।মৃত শিশু মেহেরান কবির চাকমারকাটা গ্রামের রবিউল হাসানের ছেলে।মৃত শিশুর চাচা হামিদুল হাসান শিমুল জানান, বুধবার দুপুর ২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। খেলতে খেলতে কোন এক সময় ঘরের আঙ্গিনায় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য রাখা বালতির ভিতর পড়ে যায় মেহেরান। দীর্ঘক্ষণ সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বালতির পানিতে শিশুটিকে ভাসতে দেখে তার মা। পরে তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেরানকে মৃত ঘোষণা করেন।কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. ইসমাঈল নোমান জানান, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির আঙিনায় বৃষ্টির পানি সংরক্ষণের উদ্দেশ্যে রাখা বালতির পানিতে পড়ে শিশু মেহেরান কবিরের মৃত্যু হয়েছে।