চকরিয়াMonday , 31 July 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় ট্রিসা এসএসসিতে জিপিএ-৫ পেয়ে ব্যাবসায় শিক্ষায় জেলায় প্রথম

Link Copied!

কক্সবাজারের চকরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মেধাবী ছাত্রী চন্দ্রিমা দত্ত ট্রিসা ব্যাবসায় শিক্ষায় এসএসসি পরীক্ষা ২০২৩ এ অংশ গ্রহণ করে, জেলায় ব্যাবসায় শিক্ষা (বানিজ্য) বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে প্রথম হয়েছে সে।
ব্যাবসায় শিক্ষায় ট্রিসা সব বিষয়ে মোট নম্বর পেয়েছে ১১৬৯। চন্দ্রিমা দত্ত ট্রিসার মা গৃহিণী টুম্পা দত্ত ও বাবা চকরিয়া পৌরসভায় কর্মরত স্বাস্থ্য সহকারী চম্পক দত্তের সুযোগ্য কন্যা ট্রিসা। প্রিয় কন্যার লেখা পড়ায় ভাল ফলাফলে আনন্দের বন্যা বইছে তাদের বাড়ী এবং পাড়া মহল্লায়। চলছে মিষ্টি মুখও। খুশিতে ছাত্রীর বাবার কর্মসংস্থান চকরিয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ও পৌর পরিষদ প্রিয় সহকর্মীর কন্যার প্রতি অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে চকরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহলও দারুণ ভাবে খুশি তাদের প্রিয় শিক্ষার্থীর পরীক্ষার ভালো ফলাফলে। ট্রিসা সে সবার আশির্বাদ ও দোয়া কামনা করছে। যাতে সে আগামীতে উচ্চ শিক্ষা লাভের আশা পুরণ করতে পারে। এদিকে গত শুক্রবার ২৮ জুলাই গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের সকল পরীক্ষার ফলাফল প্রকাশ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ফলাফলে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে আমাদের ট্রিসা। তার মোট ১৩০০ নম্বরের পরীক্ষায় অর্জিত নম্বর ১১৬৯।আলোকিত চকরিয়া ডট কমের সাথে আলাপকালে নিজের অনুভূতি ব্যক্ত করে ট্রিসা জানায়, গোল্ডেন জিপিএ-৫ পেয়ে অনেক খুশি সে। তার সাফল্যের পেছনে রয়েছে তার বাবা মায়ের উৎসাহ ও শিক্ষকের সঠিক তত্বাবধান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।