চকরিয়াTuesday , 18 July 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

Link Copied!

চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলমকে তাঁর স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারি সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হয় গত ১৭ জুলাই। প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে- ভেওলা মানিকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চকরিয়া থানায় দায়েরকৃত মামলা নং-১১, তারিখঃ ০৮/১২/২০২০ (জিআর নং-৫০১/২০২০)-এর গত ২৩/০৩/২০২২ তারিখের আদেশে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারার অপরাধ আমলে নেওয়া হয় এবং মামলা নং-০৪, তারিখঃ ০১/০৫/২০১২ (জি.আর নং ২০৫/২২)-এর গত ৩০/০৮/২০২৩ তারিখের আদেশে ৩৪২/৩২৩/৫০৬ ধারায় অভিযোগপত্র বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চকরিয়া, কক্সবাজার কর্তৃক অভিযোগ গঠন করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০১-এর ৩৪(১) ধারা অনুযায়ী জেলা প্রশাসক, কক্সবাজার ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন।এতে আরো বলা হয়- চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের মতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু চেয়ারম্যান কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারার অপরাধ সংঘটিত করায় উল্লিখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো। এই আদেশ যথাযথ কর্তৃপরে অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।উল্লেখ্য- চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাতামুহুরী নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে রুজুকৃত মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হওয়াসহ তা আমলে নিয়ে চার্জ গঠন করেছেন আদালত।ভেওলা মানিকচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সত্যতা নিশ্চিত করে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, ‘বিধি অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্যানেল চেয়ারম্যান-১

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।