চকরিয়াSaturday , 15 July 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়া সরকারী হাসপাতাল মাঠে ওষুধ কোম্পানির এসআরকে জবাই করে হত্যা

Link Copied!

চকরিয়ার সরকারি হাসপাতাল মাঠে ‘হেলথ কেয়ার’ নামের ওষুধ কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) মোঃ এরশাদ (৩০) কে হত্যা করেছে কতিপয় দুর্বৃত্ত।কেন এ হত্যাকাণ্ড ? জানা না গেলেও জিজ্ঞাসাবাদ করতে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে একই কোম্পানির মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ (এমআর) আশিক বিল্লাহকে।শনিবার (১৫ জুলাই) রাত পৌনে ১১টার দিকে হাসপাতাল মাঠে এরশাদের জবাই করা লাশ পথচারীরা দেখে থানায় খবর দিলে রাত সোয়া ১১টায় পুলিশ লাশটি উদ্ধার করে।এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজিব চন্দ্র সরকার।তিনি বলেন, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানা যায়নি।হত্যার ক্লু উদঘাটন করতে পুলিশের একটি টিম তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।একই কোম্পানির এমআর আশিক বিল্লাহকে গ্রেপ্তার বিষয়ে জানতে চাইলে এসআই রাজিব সরকার বলেন, গ্রেপ্তার নয়, বিভিন্ন বিষয় জানতে তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, হত্যার রহস্য উন্মোচনসহ নানাদিক সহযোগিতা নিতে কক্সবাজার জেলা সিআইডিকে খবর দেয়া হয়েছে।তারা ঘটনাস্থলে পৌঁছার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।তবে স্থানীয়রা জানান, ওই ওষুধ কোম্পানির স্টাফদের মধ্যে দ্বন্দ্ব কলহের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।