মাগো!
তুমি বেঁচ থেকো আজীবন মানুষের হৃদয়ে,
তুমি বেঁচে থেকো আজীবন সুমধুর স্মৃতি হয়ে!
কোন কারণে তোমার অফিসে গিয়েছি আমি,
শুধু দু’বার,দেখেছি তোমার ধৈর্য্য ও সহিষ্ণুতা!
কত সুন্দর তোমার ব্যবহার,আচার আচরণ,
কত সুন্দর তোমার দৃঢ়তা,সুন্দর তোমার মানবতা!
ইউনিয়নের প্রতিটা মানুষের প্রতি তোমার ভালবাসা,
তোমার অফিসে তাঁদেরকে কত সুন্দর রিসিপশন!
হাসিমুখে তোমার সালাম,মায়াভরা তোমার কালাম,
দেখেছি,শিখেছি,মানুষের সাথে তোমার কানেকশন!
যাদের ঔরসে তুমি জন্মেছ,তাঁদের জীবন ধন্য,
হাজার সন্তান দরকার হয়না,একটাই যদি হয় অনন্য!
তোমার মত চেয়ারম্যান যদি বাংলার প্রতিটা
ইউনিয়নে একটি করে হতো!সত্যি দেশ হত অনন্য!
কত পরিশ্রমী তুমি,কত সুন্দর নিয়মানুবর্তিতা,
কত পরিষ্কার পরিচ্ছন্ন অবিচল তোমার সাহসিকতা!
মহান রব তোমাকে রক্ষা করুন বিপদ আপদ থেকে,
আজীবন রাখুক তোমাকে তাঁর রহমতের চাদরে ঢেকে!
তোমার জনমে ধন্য ধন্য সবুজ শ্যামল দেশ,
তুমি শুধু”ফারহানা আফরিন মুন্না নয়”তুমিই বাংলাদেশ
চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যানকে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন লেখক।