খুটাখালী মানব কল্যান সোসাইটি শিক্ষিত বেকারদের ব্যতিক্রমী একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের কাজ। কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের অর্ধ শতাধিক শিক্ষিত বেকার তরুণ-যুবক এ সংগঠন গড়ে তুলেছেন। এই সংগঠনের যুবকরা নিজ উদ্যোগে স্বেচ্ছায় গ্রামের রাস্তা পরিষ্কার করা, দরিদ্র মেয়ের বিয়েতে সাহায্য করা, গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা, বিনা মূল্যে পড়ানো, চিকিৎসা সেবা, কম্বল বিতরণ, খেলাধুলাসহ দরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে থাকেন। সংগঠনে রয়েছে একটি কার্যকরি কমিটি। সিদ্ধান্ত ও ফর্দ অনুযায়ী সংগঠনের সদস্যরা একবার বৈঠকে বসেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার (৩০ জুন) বিকেলে খুটাখালী মাইজপাড়ার মখলেসের জানাযা শেষে কবর জিয়ারত করতে গেলে আশপাশে কোরবানি গরুর চামড়ার বর্জ্য দেখতে পান সোসাইটির সভাপতি মোঃ রিহাবুল আলম। তাৎক্ষণিক তিনি সংগঠনের সদস্যদের নিয়ে বর্জ্য পরিস্কার করে জনচলাচলে সুযোগ করে দিয়ে মানবিক কাজে সকলের সহযোগিতা কামনা করেন। জানা গেছে, বিগত ক’বছর পূর্বে খুটাখালী মানব কল্যাণ সোসাইটি নামে এলাকার যুবকেরা স্বেচ্ছাসেবী সংগঠনটি গঠন করেন। স্বেচ্ছাসেবিদের উন্নয়নের কাজ দেখে আশপাশের অন্য বেকার যুবকেরাও এগিয়ে এসেছেন। অনেক স্কুল-কলেজের ছাত্ররাও যুক্ত হয়েছেন সংগঠনে। খুটাখালী মানব কল্যাণ সোসাইটির চেয়ারম্যান মোঃ রিহাবুল আৱম বলেন, কিশলয় স্কুল মসজিদে আছরের নামাজের পর খুটখালী মাইজপাড়ার মরহুম মখলেস সাহেবের জানাজার নামাজ শেষ করে যথারীতি জিয়ারত করার জন্য কবরস্থানে কাছাকাছি যেতেই দেখলাম গত ২০২০ সালের ২ আগষ্টের মত একই দৃশ্য। এখানে ইজারাদাররা কবরস্থানের পাশে চামড়ার ছোট ছোট অংশ রেখে যায়, যার কারনে এত দুর্গন্ধ বলার ভাষা নেই। তাৎক্ষনিক সংগঠনের সদস্যদের সহযোগিতায় ঐ দুর্গন্ধযুক্ত জায়গা পরিষ্কার করে দিলাম। এসময় সুমন, মিঠুসহ একজন ভ্যানচালক আমাদের স্বেচ্ছাসেবি কাজে সহযোগিতা করেছেন। আমি মনে করি এসব কাজে সমাজের বিত্তবান মানুষ এসে দাঁড়ালে হয়তো আরও অনেক কাজে সেবা দিতে পারবো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।