মানুষ বুঝে ঠকে না বুঝেও…
সেদিন আলমারি, ঘর, বইয়ের তাক আর পুরনো ডায়েরি সাফসুতরো করতে গিয়ে দেখি– দীর্ঘদিন মাদকাসক্তের মতো বয়ে বেড়াচ্ছি সস্তা নেশা ;
কিছু নাছোড় স্মৃতি
যার কোনও মানে নেই।
দহনের বারান্দায় ঝুলছে বহুদিনের পুরনো মন্দিরের আটচালা ; মলিন হয়ে যাওয়া দুঃখ-বিগ্রহ!
অযাচিত অভিমান যেনো বা মোহন-মায়া
পরজীবি স্বর্ণ লতিকার মতো জড়িয়ে আছে
আদতে মায়াও একধরনের অভ্যেস।
একটা কাক ঠোঁট মুছে মুচকি হেসে চলে যায়
পড়ে থাকে স্মৃতির ভেতর খাঁখাঁ দ্বিপ্রহর
বহুদিন পর উপলব্ধি আর আশীর্বাদে মুক্তির আনন্দ
কারাভোগী কয়েদির মতো আজ এই ঘোরলাগা মুক্তিতে
জেল-ছাড়া কয়েদির বেদনাহত আনন্দ-অনুভব
স্মৃতিরা পুড়ে পুড়ে খাক হয় বিস্মৃতির উঠোনে
উঠোন কি আর আপন পর জানে!
লেখক – সালমা খানম
কবি, গ্রন্থ প্রণেতা ও
বেসরকারি রেতিও এনাউন্স্যার
২৩ জুন, ২০২৩
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।