চকরিয়াMonday , 12 June 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার পৌরসভায় নৌকায় মাবু মেয়র নির্বাচিত

Link Copied!

কক্সবাজার পৌরসভা নির্বাচনে ২৮ হাজার ৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী নারকেল গাছ প্রতীক নিয়ে মাসেদুল হক রাশেদ পেয়েছেন ২৪ হাজার ৬৯৯ ভোট। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৩ হাজার ৩৬৩ ভোট।আজ সোমবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও কক্সবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন এই ফলাফল ঘোষণা করেন। এরআগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ১২ ওয়ার্ডের ৪৩ কেন্দ্রে ভোটগ্রহণ চলে।এছাড়া সাধারণ সদস্য তথা কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছে- এসআইএম আকতার কামাল আজাদ (পাঞ্জাবী), ২ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান (পানির বোতল), ৩ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম মুকুল (উটপাখি), ৪ নম্বর ওয়ার্ডে এহেছান উল্লাহ (ব্লাক বোর্ড), ৫ নম্বর ওয়ার্ডে সাহাব উদ্দিন সিকদার (টেবিল ল্যাম্প), ৬ নম্বর ওয়ার্ডে ওমর সিদ্দিক লালু (ডালিম), ৭ নম্বর ওয়ার্ডে ওসমান সরওয়ার টিপু (ব্রীজ), ৮ নম্বর ওয়ার্ডে রাজ বিহারী দাশ (উটপাখি), ৯ নম্বর ওয়ার্ডে হেলাল উদ্দীন (উটপাখি), ১০ নম্বর ওয়ার্ডে সালাহ উদ্দিন সেতু (উটপাখি), ১১ নম্বর ওয়ার্ডে নুর মোহাম্মদ (ডালিম) এবং ১২ নম্বর ওয়ার্ডে এম এ মনজুর (উটপাখি) বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচত হয়েছে।অন্যদিকে সংরক্ষিত ১ আসনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন শাহেনা আকতার (আনারস)। সংরক্ষিত ২ আসনে ইয়াসমিন আকতার (চশমা), সংরক্ষিত ৩ আসনে- জাহেদা আকতার (চশমা) এবং সংরক্ষিত ৪ আসনে নাছিমা আকতার (টেলিফোন) বেসরকারিভাবে নির্বাচিত।উল্লেখ্য যে,  এ নির্বাচনে দলীয় দলাদলীর সকল প্রকার উর্ধে উঠে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নারী নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী মাঠে ময়দানে সমাবেশ করে এক তরফাই নির্বাচিত প্রার্থীর পক্ষে এককভাবেই দলীয় নির্দেশনা মেনে ভোট করে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জনমত ও সমর্থন আদায় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।