চকরিয়া পৌরসভার উত্তর কাহারিয়া ঘোনা খোন্দকার পাড়া পুরাতন জামে মসজিদ মাঠে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি ও আলোচনা সভা হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ৫মে-২০২৩ইং জুমাবার সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টায় সম্পন্ন হয়েছে। মহান মে দিবস উপলক্ষে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা উদ্বোধন করেন চকরিয়া প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অলি উল্লাহ রনি। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শিক্ষানবিশ এডভোকেট নজরুল ইসলাম। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া ঠিকাদার সমিতির সহ-সভাপতি ও খোন্দকারপাড়া পুরাতন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী (কন্ট্রাক্টর)। বক্তব্য রাখেন, চকরিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ও আলোকিত চকরিয়া ডটকমের সম্পাদক বিএম হাবিব উল্লাহ, চকরিয়া থানার এস আই মানিক কুমার, চকরিয়া মহিলা কলেজের সিনিয়র কার্য সহকারী মোহাম্মদ জমির উদ্দিন, উত্তর কাহারিয়াঘোনা খোন্দকারপাড়া নতুন জামে মসজিদের খতিব হযরত মাওলানা মাহবুবুল আলম, রিদুয়ানুল ইসলাম, আলোকিত চকরিয়া ডটকমের স্টাফ রিপোর্টার সিরাজুল মোস্তাকিম মিশু। এসময় আরও উপস্থিত ছিলেন খোন্দকারপাড়া পুরাতন জামে মসজিদের কোষাধ্যক্ষ ও ঘাটপাড়ার সর্দার মোহাম্মদ জসিম উদ্দিন সওদাগর,নয়ন চৌধুরী, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।শ্রমজীবী ও বিভিন্ন পেশাজীবী মানুষ বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করার পর তাঁরা অন্যের রক্তের প্রয়োজনে তাঁরা রক্ত দেবেন বলে সভায় সম্মতি জ্ঞাপন করেন। সম্প্রতি ইংলেন্ডের এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত রক্ত দান কারী জটিল বা দুরারোগ্য রোগ-ব্যাধি থেকে মুক্ত থকেন অনেকাংশে। যেমন নিয়মিত রক্ত দান ক্যান্সার প্রতিরোধে সহায়ক। রক্তের কোলস্টেরলের উপস্থিতি কমাতে সাহায্য করে। রক্ত দান ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুণ্যের বা সওয়াবের কাজ হয়। রক্তদান কেন্দ্রের মাধ্যমে পাঁচটি পরীক্ষা সম্পূর্ণ বিনা খরচে করে দেওয়া হয়
।