চকরিয়াWednesday , 26 April 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়া হারবাংয়ে দুর্বৃত্তের আগুনে পুড়লো সামাজিক বনায়নের বাগান

Link Copied!

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের হারবাং বন বিটের অধীনে হারবাং ইউনিয়নের দক্ষিণ হারবাং ৮নং ওয়ার্ড সামাজিকপাড়া এলাকায় দুর্বৃত্তের দফায় দফায় লাগানো আগুনে পুড়ছে সামাজিক বনায়ন। গত মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে ও রাতে পৃথক দুটি সামাজিক বনায়নের বাগানে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে বিকালে স্থানীয়দের ও রাতে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ পুড়ে যায়। এরপর গতকাল বুধবার (২৬ এপ্রিল) বিকালেও একইভাবে সামাজিক বনায়নের বাগানে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এদিকে, সামাজিক বনায়নের বাগানে আগুন দেওয়ার বিষয়ে সচেতনমহল উদ্বেগ প্রকাশ করে বলেন, সামাজিক বনায়নের বাগানে আগুন দেওয়ার কারণে যেমনি ধ্বংস হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ বনভূমি তেমনি হুমকির মুখে পড়ছে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য। এভাবে চলতে থাকলে একটা সময় গিয়ে বনভূমি শূন্য হয়ে পড়বে বাংলাদেশ। ফলে, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে প্রাকৃতিক দূর্যোগ বৃদ্ধি পাবে। মানুষ তখন চাইলেও আর নিজেদের আত্মরক্ষার পথ খুঁজে পাবে না। অন্যদিকে, কয়েকজন সামাজিক বনায়নের উপকার ভোগীদের সাথে কথা বললে তারা অভিযোগের সুরে জানান, বনায়ন ও রক্ষিত-সংরক্ষিত রিজার্ভ বনভূমিতে অবৈধ পন্থায় বসত ঘর তৈরি করে বসবাসকারীরা পেশাদার বনদস্যুদের সাথে একাট্টা হয়ে গাছ লুট ও আগুন দিচ্ছে। উপকার ভোগীর পাশাপাশি বনবিভাগের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নিলে গাছ লুট ও আগুন দেয়ার ঘটনা কমে আসতো। অপরদিকে সামাজিক বনায়নের বাগানে আগুন দেওয়ার ঘটনার বিষয়ে চুনতি রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ও হারবাং বনবিট কর্মকর্তা আব্দুর রাজ্জাকের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দূর্বৃত্তদের দেওয়া আগুনে ২একর সামাজিক বনায়নের বেশকিছু মূল্যবান গাছ পুড়ে গেছে। কে বা কারা আগুন দিয়েছে এখনো শনাক্ত করা যায়নি। তবে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।