চকরিয়াMonday , 27 March 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়া খুটাখালীতে চিংড়ি ঘেরে ডাকাতের হানা অগ্নি সংযোগ ফাঁকা গুলি লুট

Link Copied!

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বহলতলী মৌজার চিলখালী ও বড় চর চিংড়ি ঘেরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ঘেরের বাসায় অগুন দিয়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে ডাকাতদল লুট করে নিয়ে গেছে প্রায় ১৫ টি লবণ মাঠের মেশিনসহ অন্তত ৬ লক্ষ টাকার মালামাল। শনিবার রাত মধ্যরাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের বহলতলী মৌজার চিলখালী ও চিলখালী বড় চর চিংড়ি ঘেরে ডাকাতির এ ঘটনা ঘটে। এসময় ডাকাতের এলোপাতাড়ি গুলির ভয়ে প্রাণ বাঁচাতে গিয়ে প্রায় ১৫/২০ জন লবণ চাষী কমবেশি আহত হয়েছেন। তাদেরকে উপজেলার বিভিন্ন হাসপাতালের চিকিৎসা দেয়া হয়েছে। অনেক চাষী ডাকাতের সীমাহীন অত্যাচারে অতিষ্ঠ হয়ে লবণ মাঠ ফেলে পালিয়ে বেড়াচ্ছেন। তারা জানিয়েছে ডাকাতদের বিরুদ্ধে মামলা করায় ফের লুটপাট ও অগ্নি সংযোগ করে। তাৎক্ষনিক ঘটনাটি জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে জানানো হলে চকরিয়া থানা পুলিশ রাতেই খোঁজ-খবর নিয়েছেন বলে জানা গেছে। ঘের মালিক ও আহত লবণ শ্রমিকদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার মধ্যরাতে ২০/৩০ জনের সশস্ত্র ডাকাতদল চিংড়ি ঘেরে হানা দেয়। এসময় তারা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। একপর্যায়ে ঘের বাসায় অগুন দিয়ে প্রায় ১৫ টি লবণ মাঠের পানি উত্তোলনের মেশিনসহ ৬ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে তাদের বিরুদ্ধে মামলা করায় কাউকে লবণ মাঠ-চিংড়ি ঘের করতে দিবে না। ঘের অংশীদার ইউনিয়নের নয়াপাড়ার মাহবুবুর রহমান বলেন, অধিকাংশ ডাকাত চিহ্নিত। তাদের বিরুদ্ধে ইতিপুর্বে ২ টা মামলা দায়ের করা হয়েছে। চকরিয়া থানার মামলা নং ২২/১১৩। এতে প্রায় ১৬ জনকে আসামী করা হয়েছে। অপরদিকে মেদাকচ্ছপিয়া গ্রামের শহিদুল ইসলাম বাদী হয়ে ৩৬ জনকে আমাসী করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চকরিয়ায় আরো একটি মামলা দায়ের করেন। যার নং ৪৪৯/২৩। মূলত তাদের সাথে ভারী অস্ত্র থাকায় প্রতিরোধ করা যাচ্ছেনা, তাদের কাছে বর্তমানে লবণ চাষী-শ্রমিক অসহায়। ঘের অংশীদারদের অভিযোগ, প্রতি মৌসুমেই সংঘবদ্ধ ডাকাতদল ঘেরে হানা দেয় এবং শ্রমিকদের মারধর করে লুটপাট চালায়। এসব কারনে মৎস্য ও লবণ মাঠে কোটি টাকার বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে। চাষীদের নিরাপত্তা ও ডাকাত দমনে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, জরুরী সেবার ফোনের মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।