চকরিয়াWednesday , 22 March 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁওতে চাঁদাবাজির প্রতিবাদ করায় স্কুল ছাত্রকে পুলিশী নির্যাতন ৭ পুলিশের বিরুদ্ধে ব্যাবস্থা

Link Copied!

কক্সবাজারের ঈদগাঁও বাজারে সাদা পোশাকে প্রকাশ্যে ৭ পুলিশ সদস্যের চাঁদাবাজির প্রতিবাদ করায় জাবের আহমদ জিসান নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এঘটনায় জড়িত ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ে সুপারিশ করার কথা জানিয়েছে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান।বুধবার সকালে এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে জড়িত পুলিশ সদস্যের শাস্তি দাবি করেছে। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির ঘটনাস্থলে এসে জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।এর আগে গত মঙ্গলবার রাত ১০ টায় ঈদগাঁও বাজারের ডিসি সড়কের স্টেশনস্থ মসজিদের সামনে পুলিশ সদস্য কর্তৃক ছাত্রের উপর হামলার ঘটনাটি ঘটে।আহত ছাত্র কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম।আহত শিক্ষার্থী জিসানের বন্ধু তৌহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে জিসান ওই সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলো, এসময় সাদা পোশাকের একদল পুলিশ সড়কে ট্রাক চালককে ধরে চাঁদা আদায়ের চেষ্টা করে। এতে সড়কে যানজট লেগে গেলে স্কুল ছাত্র জিসান অনুরোধ করেন তা নিরসনের। কিন্তু ওই পুলিশ সদস্যরা স্কুল ছাত্রকে প্রথমে চড় থাপ্পর ও পরে অপরাপর পুলিশ সদস্যরা মিলে উপর্যপুরী হামলা করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে ছাত্রকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।