পার্বত্য জেলার বান্দরবানের লামা সরকারি হাসপাতালের এক নারী উপ-সহকারী মেডিকেল অফিসার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসারের দায়িত্বে রয়েছে। (১০ মার্চ) শুক্রবার রাত সাড়ে ৭টায় নিহতের শশুর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত উপ-সহকারী মেডিকেল অফিসার সাবরিনা তারান্নুম মেঘলা লামা পৌরসভার মধুঝিরি এলাকার মো. শওকত ও লামা হাসপাতালের সিনিয়র নার্স শাহিনা আক্তারের মেয়ে। নিহতের পরিবারের সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে সাবরিনা তারান্নুম মেঘলা ও তার স্বামীর সাথে কিছু মনমালিন্য চলছিল। শুক্রবার বিকেলে মেঘলাকে তার বাবা এই বিষয়ে শাসন করলে সে বাবার উপর অভিমান করে শশুর বাড়িতে চলে যায় এবং শুক্রবার রাত সাড়ে ৭টায় শশুর বাড়ির দ্বিতীয় তলায় শয়নকক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে লামা সরকারি হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে।