চকরিয়া উপজেলার খুটাখলীতে ভয়াবহ আগুনে দিনমজুরের বসত বাড়ি পুড়ে ছাই হয়েছে। এতে নগদ টাকা, স্বর্নালংকার ও আসবাবপত্রসহ আনুমানিক ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।গত শনিবার রাত সোয়া ৮ টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ ফুলছড়ি বাঁশকাটায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর এহছানুল করিম একই এলাকার জালাল আহমদের ছেলে। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে সহযোগিতা করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, ওয়ার্ড মেম্বার নুরুল আজিম ও নারী মেম্বার পারভীন আক্তার। স্থানীয় ইউপি মেম্বার নুরুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। নিমিষেই বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।দিনমজুর এহছানুল করিম জানায়, এদিন তিনি বাজারে ছিলেন। ঐ সময় বিদ্যুতের সর্টসার্কিটের আকষ্মিক আগুনে তার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে ভিসা কেনার নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণ, ৮০ আড়ি ধান,পাসপোর্ট, জাতীয়পরিচয়পত্র, আসবাবপত্র সহ প্রায় ৭ লাখ টাকার মালামাল। গৃহিনী রিনা আক্তার জানায়, ঐ সময় তিনি রান্না ঘরে ছিলেন। হঠাৎ ভয়াবহ আগুনের শিখা দেখে কোন রকম ২ শিশুকে নিয়ে ঘর থেকে বের হন। নিমিষেই পুরো ঘর পুড়ে যায়। স্থানীয়রা প্রাণপন চেষ্টা করেও আগুন নিভৃত করতে পারেনি। গতরাত থেকে ২ শিশু নিয়ে তিনি খোলা আকাশের নিচে রাতযাপন করছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর বলেন, খবর পেয়ে সকালে পুড়া ঘর পরিদর্শন করে পরিবারের সাথে কথা বলেছি। ক্ষতিগ্রস্থ পরিবারকে পরিষদের পক্ষ থেকে সহযোগিতার পাশাপাশি ইউওনও মহোদয়ের কাছে আবেদন করার পরামর্শ দেয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।