ফটিকছড়িতে ১ ডিসেম্বর থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধের নির্দেশ দিয়েছেন ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ নজিবু ল বশর মাইজভান্ডারী।গতকাল রবিবার উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভায় এ ঘোষণা দেন তিনি।এ নিয়ে সভাশেষে সাংসদের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি সাংবাদিকদের বলেন প্রথমত অটোরিক্সা চালানো বেআইনী, এটি অনুমোদনহীন। দ্বিতীয়ত সড়ক দুর্ঘটনার অন্যতম কারন হচ্ছে অটোরিক্সা। সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে ব্যটারী চালিত এ যানগুলো বিদ্যুৎ খেকো হিসেবে পরিচিত। জনকল্যানে উৎপাদিত বিদ্য্যৎ অনুৎপাদনশীল এ খাতে খরচ হয়ে যাচ্ছে। অথচ বর্তমানে বিদ্যুৎ নিয়ে মানুষ ভোগান্তি আছে। এ অবস্থায় অটোরিক্সা বন্ধ করা ছাড়া আর কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন সাংসদ ভান্ডারী।তিনি আরো বলেন বিদ্যুৎ সাশ্রয় ও দূর্ঘটনা রোধ করতে আশে পাশের উপজেলা গুলোতে অনেক আগেই অটোরিক্সা বন্ধ করে দেওয়া হয়েছে।এদিকে, ফটিকছড়িতে হঠাৎ অটোরিক্সা বন্ধের ঘোষণা নিয়ে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিলেও চালক – মালিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এ বিষয়ে স্থানীয় একাধিক অটোরিক্সা চালক ও মালিকের সাথে কথা হলে তারা সুর মিলিয়ে বলেন পূর্ব ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্ত গ্রহণ সঠিক হয়নি। অটোরিক্সা বন্ধ হয়ে গেলে এ পেশার সাথে সংশ্লিষ্ট হাজার হাজার মালিক -শ্রমিক বেকার বেকার হয়ে পড়বে বলে মন্তব্য তাদের।