পেকুয়ায় র্যাবের কাছে আত্মসমর্পণ করা জলদস্যু মো. নাসির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।গ্রেপ্তারকৃতরা হলো- পেকুয়া থানার পণ্ডিতপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে মো. সাকের হোসেন (৫৫) ও একই এলাকার ছাবের আহমেদের ছেলে জাহেদুল ইসলাম (২৫)।সোমবার (১৪ নভেম্বর) রাত ১১টায় নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।তিনি বলেন, ২০১৮ ও ২০২০ সালে ৭৭ জন কুখ্যাত জলদস্যু তথা আলোর পথের অভিযাত্রী র্যাব-৭ এর হাতে আত্মসমর্পণ করে। পরে তারা স্বাভাবিক জীবনযাপন শুরু করে। এর মধ্যে নিহত নাসির উদ্দিন একজন। যিনি আমাদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করতেন। গত ৩০ অক্টোবর রাতে নাসিরকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পেকুয়া লাইফ হাসপাতলে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন।তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডের অন্যতম আসামি সাকের ও জাহেদুল নগরীর চান্দগাঁও থানায় এলাকায় অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১১টায় চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নাসির হত্যা মামলার আসামি বলে স্বীকার করে। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।