ঢাকার ধামরাইয়ে কয়েকটি এলাকায় গরু চুরির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বাবলী আক্তার নামে ছাত্রলীগের এক নেত্রীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বুধবার (২ নভেম্বর) ভোর রাতে সাভার পৌর এলাকার রেডিও কলোনির নয়াবাড়ি থেকে বাবলীকে গ্রেপ্তার করা হয়। বাবলী ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক। তিনি নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে।অন্যান্য আসামিরা হল, বরিশাল জেলার মুলাদি থানার গলই ভাঙা এলাকার মৃত কদম আলী সরদারের ছেলে হাবুল সরদার (৩৮), মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকার হায়দার আলীর ছেলে রাজু আহমেদ (২৪), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার নুর ইসলামের ছেলে আরিফ (২২), ধামরাই থানার কাঁচারাজাপুর এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন (২৮)। তাদেরকে সাভারের আশুলিয়া, পলাশবাড়ি ও ধামরাই থেকে গ্রেপ্তার করা হয়।ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, বাবলী আমাদের সংগঠনেরই। তাকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাকে বহিস্কার করার জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে সুপারিশ করা হয়েছে।এই চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। গরু চুরির ঘটনায় ধামরাই থানায় একাধিক অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন নির্মল কুমার দাস বলেন, ধামরাইয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে মামলা দায়ের হয়েছে। ওই মামলাগুলোতে তদন্ত করতে গিয়ে দেখা যায় বাবলী নামের মেয়ে গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।