২ নভেম্ব বুধবার ফটিকছড়ি পৌরসভা নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।কোথাও কোন ধরনের গোলযোগের সংবাদ পাওয়া যায়নি।তবে, ৮ নং ওয়ার্ডের ধুরুং পালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোবাইল প্রতিকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মিনহাজুল ইসলাম জসিম অভিযোগ করেন প্রতিদ্বন্ধি প্রার্থীর সমর্থকরা তাঁর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। পাশাপাশি ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণ করায় ধীরগতির অভিযোগ এনেছেন ভোটারার। যার কারণে, ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে। এদিকে, ২ নং ওয়ার্ডের রাঙ্গামাটিয়া ফকির মুহাম্মদ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে ইভিএম’র সমস্যা দেখা দেয়ায় কিছুক্ষণ ভোট বন্ধ ছিল। পরে অবশ্য ভোট গ্রহণ শুরু করা হয। শেষ খবর পাওয়া আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র ইসমাইল হোসেন এগিয়ে রয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।