আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসির দারুণ ভক্ত কেরালার বাসিন্দা নাজি নৌসি। পাঁচ সন্তানের এই জননী ছোটবেলা থেকেই মেসিকে দেখার শখ। এবার নিজেই গাড়ি চালিয়ে শখ পূরণে কাতারের পথে যাত্রা করেছেন তিনি। এ সময় ফ্ল্যাগ অফ করে তাকে বিদায় জানান রাজ্যের পর্যটনমন্ত্রী অ্যান্টনি রাজু।সম্প্রতি নিজের দেশে গাড়ি চালিয়ে বেশকিছু দুঃসাহসিক অভিযানে গিয়েছেন নাজি নৌসি। তার রেশ ধরেই এবার তার মনে হয়েছে, মেসিকে দর্শন করা যেতে পারে। পাঁচ সন্তানকে মায়ের কাছে রেখে যাচ্ছেন। স্বামী নৌশাদ সবসময় উৎসাহ দেন। এবারও দিচ্ছেন।জানা গেছে, নিজের গ্রাম থেকে গাড়ি চালিয়ে কোয়েমবত্তুর হয়ে মুম্বাইয়ে যাবেন নৌসি। সেখান থেকে জাহাজে চড়ে পৌঁছাবেন ওমানে। তারপর নিজের গাড়ি নিয়ে বিভিন্ন দেশ ঘুরে যাবেন কাতারে। ইতোমধ্যেই আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন তিনি। যাত্রাপথে সব জায়গায় হোটেল পাওয়া যাবে না। সেক্ষেত্রে টোলপ্লাজা এবং পেট্রল পাম্পে থাকবেন বলে জানিয়েছেন তিনি।অসীম সাহসী নাজি নৌসি বলেন, ছোটবেলা থেকে আমি এডভেঞ্চারের ভক্ত। তবে তখন সুযোগ ছিল না। এখন পরিবারের সমর্থনে এই দুঃসাহসিক কাজ করতে পারছি। আমি মনে প্রাণে চাই ভারত ফিফা বিশ্বকাপে অংশ নিক। এই অভিনব ট্রিপের মাধ্যমে আমি ভারতে তৈরি গাড়ি নিয়ে বিদেশ ঘুরে আসতে চাই।নাজি নৌসির গাড়িতে একটা প্ল্যাকার্ড ঝুলছে। তাতে লেখা- ‘সিঙ্গেল মম ট্রাভেলস..’। একা হতে পারেন নাজি, তবুও লাখো মানুষের ভিড়ে তিনি নিঃসঙ্গ নন।