একদিন আরও ঝড়, আরও উত্তাপ
উত্তাল বিহ্বল পৃথুলা পৃথিবী
সমুদ্রে সাইক্লোন
বয়ে আনবে অমোঘ নূহের প্লাবন।
‘না’ বলা অভ্যস্ততায় ‘নাবোধক’ বাতাসে
ভাসতে ভাসতে আমারই আকাশে
নির্ঘাত নোঙর ফেলবে জানি–
আর কাস্পিয়ান হ্রদ
যেমন আগলে রাখে নিপাট নীলিমায়
নীল জলের আকাশখানি।
কাঙ্ক্ষায় জেগে রয়, কত যে প্রতিজ্ঞা ভঙ্গের শপথ অঙ্গীকারেও বাঁধা পড়ে সংশয়!
পৃষ্ঠের এঁটোকাঁটা বেলেমাটি চঞ্চলতা–
এবং আমারই সৃজনে গহন গোপনে
নিজেরেই করি পুনর্বিন্যাস
খুঁজে খুঁড়ে আনি কাহ্নপা, লুইপা হরপ্পার ইতিহাস।
নেফারতিতি আমার কেউ নয়;
তার মমির সামনে মোহিত হই!
হা করে দেখি থেমেসিস ভাস্কর্য।
শুধু চর্যাপদ আর কলমির গন্ধভরা গীতিতে
টেরাকোটা মাটিতে হাত রাখলেই
গহীনের ইচ্ছেগুলো পাখি হতে চায়..
লেখক-কবি, গ্রন্থকার ও রেডিও এনাউন্স্যার
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।