ফুটবল খেলা শেষে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পুরস্কারের ট্রফি ভাঙার ভিডিও প্রচারে ফেসবুকে দুম পড়েছে।শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনাটি ঘটেছে।স্বাধীন যুব সমাজের উদ্যোগে জুনিয়র একাদশ বনাম রেপারীপাড়া বাজার একাদশ ফুটবল টিমের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন আলীকদমের ইউএনও মেহরুবা ইসলাম।খেলার সমাপনী বক্তব্যের সময় হঠাৎ উপস্থিত জনগণের পক্ষ-বিপক্ষ নিয়ে দর্শক ও খেলোয়াড়দের হট্টগোল সৃষ্টি হলে ট্রফিটি ভেঙে ফেলেন তিনি।এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, ঘটনাটি দুঃখজনক।তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম বলেন, খেলা শেষে ফলাফল নিয়ে বিজয়ী ও বিজিত দলগুলোর খেলোয়াড়রা ক্ষুদ্ধ হয়ে উঠলে তাদের কথার প্রেক্ষিতেই ট্রফিগুলো ভেঙে ফেলেন তিনি।এ ঘটনায় আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম ইউএনওর অপসারণ দাবি করেছেন বলে সুত্র জানায়।