কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ এমপি স্বপন। তিনি বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর সরকার সেটি বজায় রাখতে চায়। ফলে মিয়ানমার নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করুন। আপনাদের সমস্যায় বাঙালি জাতিকে কেন মুখোমুখি হতে হবে। তিনি আরো বলেন, আপনাদের গুলি কেন বাংলাদেশের ভূমিতে এসে পড়বে। গুলি বন্ধ করুন।পরে বিকেলে অনুষ্ঠানের প্রথম অধিবেশন সমাপ্তি ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহেদ হোসেন। সাধারণ সম্পাদক নুরুল বশরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, উপ-প্রচার প্রকাশনা সম্পাদক আমিনুল হক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, শাহ আলম চৌধুরী, সাবেক এমপি আবদুর রহমান বদি ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নারী নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী প্রমুখ। পরে কাউন্সিল অধিবেশন অনুষ্টিত হয়।২০১৩ সালের জানুয়ারিতে সর্বশেষ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।দীর্ঘ ৯ বছর পর সম্পন্ন হল টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল।সম্মলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব নুরুল বশর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহাবুব মোর্শেদ।