সিলেটে হিউম্যান হলার (লেগুনা) ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে হালিমা খাতুন (৪৩) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত হালিমা সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা এলাকার মশিউর রহমানের স্ত্রী। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের মোহাম্মদপুর এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।সিলেট মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দোহা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার (১৫ আগস্ট) দুপুরে বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে ওসমানীনগর বাড়ির ফিরছিলেন ওই শিক্ষিকা। পথিমধ্যে দুপুর ১টার দিকে মোগলাবাজার কোনারগাও কেন্দ্রীয় জামে মসজিদের সামনের সড়কে বেপরোয়া গতির একটি লেগুনা মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়।এতে রাস্তায় ছিটকে পড়ে ওই শিক্ষিকা গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান ওসি মো. সামসুদ্দোহা।