ঢাকার পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে গলাকাটা এক নারী চিকিৎসকের লাশ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত মো. রেজাউল করিমকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করেছে র্যাব।বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে (বৃহস্পতিবার) রাতে চট্টগ্রাম মহানগরী থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-২ এর একটি দল। তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। কাল শুক্রবার এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।উল্লেখ্য, বুধবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টায় পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামে একটি আবাসিক হোটেল থেকে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকীর লাশ উদ্ধার করা হয়। জান্নাতুলের গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন পাওয়া গেছে।পুলিশ জানায়, জান্নাতুল সদ্য এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্ত্রীরোগ বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন। মৃত্যুর আগে ওই নারীর সঙ্গে হোটেলে অবস্থান করছিলেন তার বন্ধু রেজাউল।