ইসলামের প্রকৃত মর্মবাণী প্রচারে মসজিদগুলো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন পার্বত্যমন্ত্রী বীরবাহাদুর উশেসিং এমপি। তিনি বলেন, ‘ইসলামের মর্মবাণী যেন এ দেশের মানুষ জানতে পারে, বুঝতে পারে। আমরা বাংলাদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি, স্ব স্ব ধর্ম যত্মসহকারে লালন-পালন করি এবং সংরক্ষণ করি। সেই মানবতার শিক্ষাই দেয়া হয়েছে বিভিন্ন ধর্মে।শুক্রবার (১৫ জুলাই) সকালে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বান্দরবানের রেইছা বাজার জামে মসজিদ উদ্বোধনকালে কথা বলেন মন্ত্রী।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে এ মসজিদটি নির্মাণ করা হয়েছে। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রাজিব কুমার বিশ্বাস, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, স্থানীয় ইউপি চেয়ারম্যান অংসাহ্লা মারমা প্রমুখ।