চকরিয়াSunday , 17 April 2022
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেল চুরিতে মুসল্লিদের হাতে পৌরসভার কাউন্সিলর আটক

admin2
April 17, 2022 8:28 pm
Link Copied!

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোটরসাইকেল চুরির সময় মুসল্লিদের হাতে আটক হয়েছেন রাণীশংকৈল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাক (৪০)। শনিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে পীরগঞ্জ পৌর শহরের বায়তুল আমান মসজিদে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় ওই পৌর কাউন্সিলরকে হাতেনাতে আটক করে মুসল্লিরা। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটক পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক একই উপজেলার ভান্ডারা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির ৪৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌর শহরের বায়তুল আমান জামে মসজিদে (বেলায়েত মসজিদ) তারাবীর নামাজের সময় মোটরসাইকেল চুরি করে পালানোর চেষ্টা করলে মুসল্লিরা রাজ্জাককে হাতেনাতে আটক করে। মোটরসাইকেল চোর আটকের খবর ছড়িয়ে পড়লে ওই মসজিদ এলাকা মুহুর্তেই জনসমুদ্রে পরিণত হয়। এতে চোরকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। আটকের পরে তাকে গণধোলাই দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় তার ব্যবহৃত পালসার ১৫০সিসি মোটর সাইকেলটিতে আগুন ধরিয়ে দেন বিক্ষুদ্ধরা। পরে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে টিয়ারসেল ছুড়ে আব্দুর রাজ্জাককে সাধারণ জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের প্রধান আব্দুর রাজ্জাক। তার নামে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির ৪৫টি মামলা রয়েছে। বিভিন্ন সময় তাকে গ্রেপ্তার করলেও জামিন পেয়ে তিনি বেরিয়ে এসে আবার মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িয়ে যান। তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।