হৃৎপিণ্ডটা সবসময়ই প্রাণশূন্য ছিলো
মাঝেমধ্যে টুংটাং করে যেটা বেজে উঠতো–
সেতো নিজ আত্মসিদ্ধি!
জংধরা বেহালা কি আর নাচতে পারে–
উদাসীন বাউলের বাঁশিতে?
এঁটেলের বুকে কি অঙ্কুরিত হয় গোলাপের কোমলতা ?
দস্যুতার ললাটে মুহূর্তে থেবড়ে দেয় প্রিয়ংবদার চন্দ্রিমাও,
মুচড়ে দেয় কল্পরাজ্যের সুসজ্জিত মখমলে অনুভূতি
যন্ত্রণার দাবানলের বর্ষণে নিশ্চুপ স্নান করে নির্বোধ প্রেতাত্মা।
নীরবতা মানেই নুয়ে-শুয়ে ইতিটানা নয়
নীরবতা মানে প্রীতির চামুচে চুপসে যাওয়াও নয়।
নীরবতা মানে-তো আরও এক নব দিনের শুভসূচনা
নীরবতা মানে আরও একবার জেগে ওঠার অনুপ্রেরণা,
নীরবতা মানে ফাঁসির মঞ্চেও গেয়ে যাওয়া বিজয় মধুরিমা
নীরবতা মানে নির্ভয়ে উড়ে যাওয়া সীমান্তের শেষসীমা।
লেখক
কবি ও সাহিত্যিক
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।