উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ড্রোন অভিযান চালিয়ে সন্ত্রাসী সংগঠন ‘আরসা’ গ্রুপের শীর্ষ গান কমান্ডার সৈয়দুল আমিনকে (২৬) গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। সে উখিয়া উপজেলার রাজাপালং ক্যাম্প-৭, ব্লক- জি/১ এর আমির হোসেনের ছেলে।রবিবার (১৭ জুলাই) ভোরে রাজাপালং ক্যাম্পে ড্রোন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক পিপিএম।তিনি আরও জানান, রবিবার ভোর ৫ টার দিকে রাজাপালং ক্যাম্প ৭ এ ড্রোন ক্যামেরা ব্যবহার করে অভিযান পরিচালনা করে জি/১ ব্লকে কিছু সন্দেহজনক লোকজনের আনাগোনা শনাক্ত করা হয়। পরে উক্ত এলাকায় অভিযান চালিয়ে ছৈয়দুল আমিনকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে তার বসত ঘরের টিনের ট্রাংক এর ভিতর থেকে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘ ছয় মাস মিয়ানমারের গহীন অরণ্যে তথাকথিত আরসা গ্রুপের তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণ করে বলে শিকার করে। বলেন, বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হয়। অতি সম্প্রতি সে রোহিঙ্গা ক্যাম্পে তার পরিবারের সাথে দেখা করতে আসে বলে স্বীকার করেছে।আটককৃত ব্যক্তিকে জব্দকৃত অস্ত্রসহ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।