নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা সুমাইয়া রহমান মাহিমা (২২) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তারা সবাই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।শুক্রবার (১৫ জুলাই) সকালে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, বাসের ধাক্কায় একটি প্রাইভেট কারে থাকা চারজন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।হাসপাতালে সুমাইয়ার কয়েকজন সহপাঠী জানান, আজ সকালে ঢাকার আফতাবনগর থেকে কয়েক বন্ধু মিলে দুটি প্রাইভেট কারে করে নারায়ণগঞ্জের পানাম সিটিতে যাচ্ছিলেন। যাওয়ার পথে মদনপুরে বাসের ধাক্কায় একটি প্রাইভেট কারে থাকা চারজন গুরুতর আহত হন। অন্য প্রাইভেট কারে যারা ছিলেন তাঁরাই আহত বন্ধুদের উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।সুমাইয়ার বাবা ব্যবসায়ী মাহফুজুর রহমান বলেন, সুমাইয়া ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া গ্রামে। তাঁরা থাকেন ডেমরার শারুলিয়ায়। এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সুমাইয়া সবার বড়।