কক্সবাজারের চকরিয়ায় আলোকিত চকরিয়া ডটকমের আয়োজনে কোরআনে হাফেজ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ রমজান দেশের পর্যটন নগরী কক্সবাজার জেলার, চকরিয়া উপজেলা থেকে প্রকাশিত, এতদাঞ্চলের শীর্ষ অনলাইন পত্রিকা www.alokitochakoria.com (আলোকিত চকরিয়া ডট কম) এর আয়োজনে, কাকারা মাঝেরফাঁড়ি (মাতামুহুরি নদীর তীরে) অন্ধ হাফেজ পরিচালিত, জামিয়াতুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার ছাত্র শিক্ষকদের সম্মানে ১৫ রমজান ১৪৪৪ হিজরি ২৪ চৈত্র ১৪ ২৯ বাংলা ৭ এপ্রিল ২০২৩ ইংরেজি তারিখ পবিত্র এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সাহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের চকরিয়া প্রতিনিধি ইবনে আমিন। আলোকিত চকরিয়া ডটকমের সম্পাদক ও প্রকাশক, দি ডেইলি নিউ নেশনের চকরিয়া-পেকুয়া প্রতিনিধি এবং চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বি এম হাবিব উল্লাহ’র সভাপতিত্বে এ ইফতার মাহফিলে ইসলামিক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া আল ফলাহ মডেল মাদ্রাসার পরিচালক ও শিক্ষাবিদ মো. রেজাউল করিম আজাদ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক অন্ধ হাফেজ মোহাম্মদ জাহেদ হোসাইন, চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও যায়যায়দিনের চকরিয়া প্রতিনিধি, মোঃ মনজুর আলম। এ ইফতার মাহফিলে মুসলিম জাতির জন্য দোয়া কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত পরিচালনা করেন মাঝেরফাঁড়ি জামে মসজিদের পেশ ইমাম মৌলানা মো. হারুনুর রশিদ। এসময় সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দৈনিক খবরপত্র ও আজকের কক্সবাজার প্রতিনিধি অলি উল্লাহ রনি, দৈনিক ভোরের ডাক ও দৈনিক আজকের কক্সবাজার বার্তা প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন, ডেইলী কমার্শিয়াল টাইমসের চকরিয়া প্রতিনিধি মো. জমির হোসাইন, দৈনিক আমাদের কক্সবাজার ও আমাদের চট্টগ্রাম প্রতিনিধি ওমর আলী, আলোকিত চকরিয়া ডটকমের স্টাফ রিপোর্টার সিরাজুল মোস্তাকিম মিশু ও স্থানীয় শিক্ষক মোঃ শফিকুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হেফজখানা ও এতিমখানার অন্তত ২ শতাধিক ছাত্র উপস্থিত ছিলেন।ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেয়াওয়াত করেন হাফেজ মো. নুরুল আজিম, একটি যৌথ ইসলামী সংগীত পরিবেশন করেন হাফেজ ফাহিম ও হাফেজ ইসহাক।অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ফেসবুক লাইভ টেলিকাস্টের মাধ্যমে আলোকিত চকরিয়া ডটকমের সাথে মিডিয়া পার্টনার হিসেবে চট্টলা ট্রিবিউন যৌথভাবে পুরো অনুষ্ঠানটি সম্প্রচার করেন।