পিছঢালা কালো রাজপথে ঝরে রাধাচূড়া আর লাল পলাশের বুটি বুটি ফুল,
বসন্ত কোকিল গায় গান দোয়েল কোয়েল উড়ে যায় আকাশে, বাতাসে দোলে আম্র মুকুল ।
বুড়িগঙ্গা ছল ছল কল কল ছুটে যায় সমুদ্ৰ সান্নিধ্যে জল জোয়ারে ভরে দুকুল,
সালাম জব্বার রফিক শফিক মিছিলে যাবে বাঙালির রক্ত আগুনে দোল।
রাষ্ট্রভাষা বাংলা চাই শ্লোগানে কাঁপে আকাশ বাতাস জনপদ, বাজে যুদ্ধ দামামা ঢোল ,
নিমিশে বৃষ্টির মতো এক ঝাঁক বুলেট এসে লুটিয়ে দিলো বাংলা মায়ের কোল।
কাঁদে মা__ বাবা বলে আমার বরকত কই ভাইয়ের শোকে বিলাপ করে লক্ষ্মী বোন বকুল,
প্রভাত ফেরির প্রথম প্ৰহরে শহীদ মিনারে লালে লাল , শিমুলের ডাল, ফুলে ফুল।
লেখক-কবি ও আবৃত্তিকার এম মনজুর হোসেন চৌধুরী মানিক
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।