আজ প্রথম একাকী যাত্রা দীর্ঘ এই পথ,
চলার পথে প্রান্তরেখা উদ্বাহু দাঁড়িয়ে আছে
জানি না কবে থেমে যাবে জীবনের শপথ।
কত কথা, কত স্মৃতি কত না সময় এমন
হেসেছি, খেলেছি পার করেছি কতনা মায়ায়,
তবুও আজ অজস্র ভাবনায় শুন্য জীবন।
সময়ের স্রোতে ভাসিয়ে তরী ভেসেছি যতো,
সবকিছু আজ যেনো লাগছে বোঝা আগামীর
হেয়ালীর জীবন বাড়ায় পাপের দৈন্যের ক্ষত। …আংশিক
লেখক-
ফাতেমা ইসরাত রেখা
কবি, আবৃত্তিকার ও গ্রন্থপ্রণেতা, ঢাকা
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।