দুঃখ কিনে আপোষ করে
মন হারালো ঘর
হৃদয় পোড়া এক বিকেলের
আপন হলো পর।
এক সন্ধ্যায় নামলো যে ঝড়
এক মানুষের খোঁজে
একটু একটু ডুবলো শোকে
কে সেই ব্যথা বোঝে!
কত সকাল দুপুর গেলো
সুখ পাখিটা ছেড়ে
আর কতোই বা দুঃখ দিবে
দু’চোখের ঘুম কেড়ে?
একলা থাকার এই অভিনয়
গেছে ভীষণ সয়ে,
এখন আমি ভালোই আছি
নিজেই নায়ের নেয়ে।
লেখক-ফাতেমা ইসরাত রেখা
কবি, আবৃত্তিকার ও গ্রন্থ প্রনেতা ও
জনপ্রিয় ফেসবুক ফিগার
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।