চকরিয়ায় মোহাম্মদ হুমায়ুন কবির (৫০) নামে এক ভুয়া চিকিৎসককে ৩ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।তিনি মুন্সিগঞ্জের টরকীরচর উপজেলার মোহাম্মদ দিদারুল আলমের ছেলে।বুধবার (১৬ নভেম্বর) দুপুর ১টায় এ অভিযান চালানো হয়।বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান।তিনি বলেন, এমবিবিএস, লিভার এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ সহ আরও বিভিন্ন ভুয়া উপাধি লাগিয়ে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে আসছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির।তিনি চকরিয়া জমজম হাসপাতালে নিয়মিত রোগী দেখতেন।অভিযানে তাকে ৩ মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জরিমানা দিতে অপারগ হলে তাকে আরও ১৫ দিনের দণ্ড ভোগ করতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।