নজরুল তোমার কিইবা ভুল? জানিনা।
তবে মানি যে,
বাংলা কাব্য জগতে তুমিই একমাত্র মহা পুরুষ-
তোমার দুখ-বেদনা-বিদ্রোহ-দেশত্ববোধ-
জাগ্রত বিবেক-ইসলামী চেতনা-
তবে তুমি প্রেমিকই ছিলে বটে-
তুমি চেয়েছিলে সবাইকে প্রেম দিতেই-
কারন তুমি প্রেম নিতে চাওনি-
তোমার সেরা বাণী-
হে দুনিয়ার মানুষ,
আমি প্রেম নিতে আসিনি-
আমি প্রেম দিতেই এসেছি।
তোমার অনুসরণে আমিও চাই,
সবাইকে প্রেম দিতে-
তবে একটু নিতেও চাই আমার কবি-
কবি গুরু নজরুল আমার লেখনির স্পন্দন-
তুমিই আমার অনুপ্রেরনা-
তোমাকে ঘিরেই আমার চয়ন-
ছন্দ-তাল-লয়-সুর-লহোরী তোমার গীতেই বহমান-
জানতামনা, তুমি স্রষ্ঠাকে এতো ভালবাস?
বলেছিলে-শুন্যে মহা আকাশে-
তুমি মগ্ন লীলা বিলাসে-
ভাঙ্গিছ গড়িছ তুমি আপন মনে নিরজনে-
খেলিছ এ বিশ্ব লয়ে-
বিরাট শিশু আনমনে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।