চকরিয়াTuesday , 15 October 2024
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

বাবার লাশ রেখে পরীক্ষা সেই আভার মুখে হাসি

Link Copied!

এইচএসসি পরীক্ষা চলাকালে দুর্বৃত্তদের হাতে খুন হন বাবা আলামিন। তার লাশ বাড়িতে রেখে মৃত্যুশোক নিয়ে পরীক্ষা দেওয়া শিক্ষার্থী আভা পেলেন জিপিএ ৩.৫০। তার বাবা আল-আমিন শেখ গত ৮ জুলাই রাতে সন্ত্রাসী হামলায় নিহত হন। সুমাইয়া আমিন তানহা ওরফে আভা খুলনার সরকারি পাইনিয়ার গার্লস কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি এসএসসি পরীক্ষায় পেয়েছিলেন ৩.৯২। আভা বলেন, ‘আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। বাবা আজ বেঁচে থাকলে সবার চেয়ে বেশি খুশি হতেন। পরীক্ষা চলাকালেই বাবাকে হত্যা করে খুনিরা। তার লাশ বাড়িতে রেখেই পরীক্ষায় অংশ নিই। পরীক্ষা শেষ করে বাড়িতে আসার পর বাবার লাশ দাফন করা হয়।’এবার এইচএসসিতে শতভাগ পাস করেছে ১৩৮৮ শিক্ষাপ্রতিষ্ঠানএবার এইচএসসিতে শতভাগ পাস করেছে ১৩৮৮ শিক্ষাপ্রতিষ্ঠান জানা যায়, আভার আইসিটি পরীক্ষার আগের দিন সন্ধ্যায় হত্যার শিকার হন তার বাবা আল-আমিন। সারা রাত বাবা লাশ সামনে নিয়ে বোবার মতো বসেছিলেন তিনি। এরপর নিজের অনিচ্ছা সত্ত্বেও সবার কথায় সকালে পরীক্ষায় অংশ নেন তিনি। পরীক্ষা শেষে বাড়িতে এসে বাবাকে চিরবিদায় জানান এবং পরে আরও একটি পরীক্ষায় অংশ নেন। তারপর পরীক্ষা স্থগিত হয়। আভা জিপিএ ৩.৫০ পেয়ে কৃতিত্বের সঙ্গে এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।