চকরিয়া পৌর শহরের ২ নাম্বার ওয়ার্ডের সেই চিতাখোলার পাশেই, চকরিয়া সরকারী হাই স্কুলের পশ্চিমে আমতলা এলাকায়, প্রতিবেশির কসতভিটায় রাস্তা নির্মাণ চেষ্টায় একেবারে মহা সড়ক তৈরীতে উঠে পড়ে লেগেছেন একজন ব্যাংক মানেজার।ভোক্তভোগি প্রতিবেশির নাম মোঃ এনামুল কাদের।তিনি ৭ নাম্বার ওয়ার্ডের বিনামারা গ্রামের মাওলানা নুরুল হোছাইনের ছেলে।ব্যাংক মানেজারের নাম গিয়াস উদ্দিন।তিনি সোনালী ব্যাংক চকরিয়া শাখার মানেজার ও পেকুয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। সুত্র জানাচ্ছেন, সেই চিতাখোলার পাশে গত ১৮ মাস আগে সাড়ে ১৬ কড়া জমি ক্রয় করেন এনামুল কাদের। একইভাবে সোনালী ব্যাংক চকরিয়া শাখার মানেজার গিয়াস উদ্দিনও ৫ শতক জমি ক্রয় করেন পাশাপাশি জমি থেকে। দু জনেই একই ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করলেও এনামুল কাদেরের জন্য ক্রয় কবলায় চলাচল রাস্তা আছে। কিন্তু ব্যাংক মানেজার গিয়াস উদ্দিনের কবলায় চলাচল রাস্তা নেই দাবী এরামুল কাদেরের।তিনি অভিযোগ করেন, ব্যাংক মানেজার গিয়াস উদ্দিন জোর জবর দখল করে সন্ত্রাসী কায়দায় তার জমিতে বসতভিটার উপর চলাচল রাস্তা নির্মাণের চেষ্টা কর ছেন।এ নিয়ে ব্যাংক মানেজার গিয়াস উদ্দিন অন্তত সাড়ে ৩ কড়া জমি জবরদখল করে রাস্তার জন মাঠি ভরাট করছেন। উপরোক্ত জমির বর্তমান বাজার মূল্য ১৫ লাখ টাকারও বেশি। ভুক্তভোগি এনামুল কাদের বলেন, গিয়াস উদ্দিন একজন সরকারি কর্মচারি হয়েও সন্ত্রাসী ভাড়া করে তার মূল্যবান জমি জবরদখল করে রাস্তা নির্মান চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে ভোক্তভোগি সামাজিকভাবে নিষ্পত্তি করার চেষ্টা করেও পেরে উঠেননি তিনি। তাই আইনী প্রতিকারের আশায় এনামুল কাদের বাদী হয়ে ব্যাংক মানেজার গিয়াস উদ্দিনকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা আরো ১৫ জনকে আসামী করে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দাযের করেন। মামলাটি বর্তমানে পুলিশের চকরিয়া সদর সার্কেলের তদন্তাধীন আছে। এদিকে ব্যাংক মানেজার গিয়াস উদ্দিনের সাথে যো্গাযোগ করার চেষ্টা করে তার বক্তব্য নিতে, শনিবার সরকারী ছুটি থাকায় তাকে চকরিয়া সোনালী ব্যাংকে গিয়েও পাওয়া যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।