বন্যাদুর্গতদের জন্য ২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।জানা যায়, গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। উপজেলায় প্রশাসন জরুরি ভিত্তিতে ২০ মেট্রিকটন চাল বরাদ্দ দিয়েছে।চকরিয়া উপজেলায় একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন রয়েছে। পৌরসভা ছাড়া ১৬ ইউনিয়নে ১ টন করে, হারবাং ও বরইতলী ইউনিয়নে ২ টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল হাসনাত সরকার নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।