চকরিয়াWednesday , 7 August 2024
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়া থানার পাশেই চলাচল পথ বন্ধ করে বসতঘর জবর দখল করল ভূমিদস্যুরা

Link Copied!

চকরিয়ায় থানা পুলিশের অনুপস্থিতে এবার সময় সুযোগকে কাজে লাগিয়ে রাত এবং পরে দিন দুপুরে বসতবাড়ি জবর দখল করে বাড়ীর ভাড়াটিয়াকে বের করে দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়ার মতো ঘটনা ঘটেছে। এ ঘটনাটি ঘটেছে ৭ আগষ্ট ভোর রাত এবং পরে বুধবার প্রকাশ্যে দিবালোকে। সরজমিন ঘটনাস্থল: চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামুহুরী উকিলপাড়া যা চকরিয়া থানার উত্তর পাশে থানা থেকে কেবল ১শ গজের ব্যবধানে। সুত্র বলছেন, স্থানীয় বিশিষ্ট সমাকর্মী মোহাম্মদ নোমানের কাছ থেকে সাপ কবলায় ১৫ কড়া বা ৫ শতক জমি কেনেন জনৈক বিদেশ প্রবাসী ভুট্টো। সমুহের জমিতে অনেক বছর আগে থেকেই একটি সেমিপাকা দালান ও চলাচলের পথ করে বাউন্ডারি দেয়াল নির্মাণ করেন তিনি। পরে জমির মালিক বিদেশ যাওয়ার সময় চিরিঙ্গা শহরের ব্যাবসায়ী হেলাল কোম্পানীকে ওই বসতবাড়ীটি ভাড়ায় জিন্ময় দেন। ভোক্তভোগির বরাতে জানা গেছে, ওই জমি এবং বসতবাড়ী জবর দখলে নিতে অনেক দিন ধরে মরিয়া হয়ে উঠে স্থানীয় বাসিন্দা মৃত নজির আহমদের পুত্র বশির আহমদ ওরফে বশির ড্রাইভার গং। সুত্র জানায়,চকরিয়া থানা সেন্টার এর পাশে দিন দুপুরে বিদেশ প্রবাসীর বসতঘর জবর দখল করে চলাচলের পথ বন্ধ করে বাড়ীর ভাড়াটিয়া হেলাল কোম্পানীর পরিবারকে বাসাবাড়ী থেকে বের করে দেয়ায় সর্বত্র আতংক বিরাজ করছে। প্রত্যক্ষ দর্শীরা বলছেন, ঘটবার দিন রাত ১২ টার পর দেয়াল ভেঙে অন্তত ১৫/ ২০ জন লোকবল এসে দুমদাম ভাংচুর করে বসতবাড়ি দখলে নেয়। পরে বুধবার দিন দুপুরেই বশির ড্রাইভার এর লোকজন চলাচল পথ বন্ধ করে ইটের গাঁথুনি দিয়ে দেয়াল নির্মাণ করে। এ সময় অব্দি এলাকায় আতংক বিরাজ করছিল। এ বিষয়ে থানায় পুলিশের অনুপস্থিতির কারনে আইনী আশ্রয় নিতে না পারা বসতবাড়ির মালিক ও ভাড়াটিয়া পরিবার অসহায়ত্বে ভোগছেন। এ নিয়ে ভোক্তভোগি লোকজন চকরিয়া উপজেলার সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।