পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ফার্মেসিসহ ৬ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম।এ সময় অপরিচ্ছন্ন খাবার তৈরি ও বিক্রির দায়ে তৌহিদুল কুলিং কর্নার, লাইসেন্স ছাড়া ফার্মেসি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম বলেন, উপজেলাজুড়ে সবসময় ভেজাল বিরোধীসহ অবৈধ ব্যবসা পরিচালনা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত ফুড ইন্সপেক্টর মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।