রাউজানে ভয়াবহ আগুনে পুড়েছে ৯টি ব্যবসায় প্রতিষ্ঠান। বৃহস্পতিবার ভোরে রাউজান সদর ইউনিয়নের রমজান আলী হাটে এই আগুন লাগার ঘটনা ঘটে। একটি গুদাম ও আটটি দোকান পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, মিলন নাথের মালিকানাধীন শ্যামা মিষ্টি বিতান ও একটি গুদাম, মুদির দোকান মালিক এজাবত উল্লাহ, মনির হোসেন, পিন্টু ভট্টচার্য্য, সমীরন ভট্টচার্য্য, শাহ আলম ও বাবু।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধরণা করছেন রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম। তিনি আরও বলেন, অগ্নিকান্ডে একটি গুদাম ও ৮টি দোকানসহ ৯টি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে গেছে। সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে আশপাশের অনেক দোকান রক্ষা করতে সক্ষম হই।এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিদ হোসেন বলেন, ‘অগ্নিকান্ডের সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। কেউ শত্রুতার জের ধরে অগ্নিকান্ড সংগঠিত করার অভিযোগ করলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।