চট্টগ্রামের হাটহাজারীতে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) বিকালে শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। গৃহবধূর দুই বছরের একটি সন্তান রয়েছে।নিহত গৃহবধূর নাম রিম্পা শীল (২২)। তিনি ওই উপজেলার ধলই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শীল বাড়ির সুমন শীলের স্ত্রী।নিহতের পরিবার ও পুলিশ জানায়, তিন বছর আগে রিম্পা শীলের হাটহাজারীর সুমন শীলের সাথে বিয়ে হয়। এরপর থেকে রিম্পা শীলের সাথে স্বামী ও পরিবারের লোকজনের বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলে আসছিল।স্বামী সুমন শীল জানান, গতকাল রবিবার রাতে তাদের সন্তানকে স্ত্রী মারধর করে। এটা নিয়ে তাদের দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর তারা যথারীতি ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের মতো সকালে সে দোকানে চলে যায়। সুমন শীলের দাবি পরিবারের লোকজনের অজান্তে বসতঘরের একটি রুমে চালের বিমের সাথে ওড়না পেঁছিয়ে সে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে।নিহত রিম্পা শীলের মা তপস্বী শীল কান্না জড়িত কন্ঠে বলেন, বিয়ের পর থেকে সুমন শীল কথায় কথায় আমার মেয়েকে গালিগালাজ করত, মারধরও করতো। আর্থিক অভাব অনটনের কারণে তাদের পরিবারে কলহ লেগে থাকত। গতকাল রাতে আমার ছেলে বোনকে ফোন দিলে রিম্পা লাইনটি কেটে দেয়। এরপর থেকে ফোন বন্ধ পাওয়া যায়। আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ের হত্যার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার চাই।খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি থানায় নিয়ে আসে। উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহম্মদ আত্মহত্যার ঘটনা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান পূর্বকোণকে বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।